শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
“পড়াশুনা করা অবস্থায় প্রেম করব না, টেনশন নেব না” শ্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রেমবিরোধী কুমার সংঘের নতুন কমিটি গঠণ করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নবীর হোসেন জয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল মাজিদ। বতিক্রমধর্মী নবগঠিত কমিটির সভাপতি নবীর হোসেন জয় সাংবাদিকদের জানান, পড়াশুনা করা অবস্থায় প্রেম করব না, টেনশন নেব না। এ শ্লোগানকে সামনে রেখে এ কমিটি গঠণ করা হয়। তিনি বলেন, আমরা দেখেছি পড়াশুনা করা অবস্থায় প্রেম করার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীরা অকালে ঝড়ে পড়ছে। অনেকে আবার বিষন্নতায় ভুগে মাদকাসক্ত হয়ে পারিবারিক ঝামেলায় পরেছে। তাই পড়াশুনা করা অবস্থায় প্রেম না করার জন্য মেধাবী শিক্ষার্থীদের সচেতন করার জন্যই এ কমিটি গঠণ করা হয়েছে। নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ছাত্র মোঃ আকবর বেগ, মোঃ শাহজালাল, রসায়ন বিভাগের বনি আমিন, বোটানিক বিভাগের মিন্টু সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোকসুদুল হাসান, অর্থনীতি বিভাগের আল-আমিন, ম্যানেজমেন্ট বিভাগের রিয়াজুল ইসলাম, মনির হোসেন, রসায়ন বিভাগের এসএম মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থ বিভাগের হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন একাউন্টিং বিভাগের গোলাম রাব্বি, উপ-সাংগঠনিক সম্পাদক একাউন্টিং বিভাগের সাইদুর রহমান, রসায়ন বিভাগের তিতুমির হোসেন, গনিত বিভাগের আব্দুল কুদ্দুস, সাহিত্য সম্পাদক একাউন্টিং বিভাগের প্রান্ত খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফ্যোইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মার্কেটিং বিভাগের রেজাউল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বোটানিক বিভাগের মোঃ তামিম, ক্রীড়া সম্পাদক লোক প্রশাসন বিভাগের নাকিবুল হাসান, প্রচার সম্পাদক পদার্থ বিভাগের সালমান মাহমুদ সৈকত। অন্যান্য সদস্যরা হচ্ছেন-শিক্ষার্থী মোঃ ইমন, মোঃ মুসা, আলামিন, সোহাগ, ইউসুফ, মজনু মিয়া, হাবিবুর রহমান হাবিব, মামুন, আরিফুল ইসলাম আরিফ ও সাকিব ইসলাম।