সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
জেলা দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কারাবরণকারী যুবদল নেতা মামলা হামলার শিকার উলফাত রানা রুবেলের বাসায় গভীর রাতে সিভিল পোষাকে হানা দিয়েছে পুলিশ । ভাগ্যক্রমে বাসায় অবস্থান না করায় পুলিশি হয়রানী থেকে এ যাত্রায় বেঁচে যান তিনি । নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি , বিদ্যুতের ভয়ানক লোডশেডিং এবং দেশব্যাপী পুলিশ কর্তৃক নির্বিচারে গুলিবর্ষণে নিহত বি এন পি নেতাকর্মীদের হত্যাকান্ডের প্রতিবাদ সহ বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাকল্পে আসন্ন বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে স্থানীয় এবং কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরব উপস্থিতির কারণেই এই রাজনৈতিক হয়রানীর শিকার হয়েছেন বলে প্রতিবেদক কে নিশ্চিত করেছেন তৃণমূল থেকে উঠে আসা যুবদল নেতা রুবেল ।