সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের ৬৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভাঃ) মোঃ মাসুদুজ্জামন সোহেলের উপর স্কুলের অভ্যন্তরীন বিষয় নিয়ে গত ১/১১/২০২২ তারিখ সন্ত্রাসী কায়দায় ওই ওয়ার্ডের বিতর্কীত মেম্বার নুর হোসেন মামুন বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
উক্ত হামলার প্রতিবাদে অত্র এলাকার অভিভাবগন ও ছাত্র- ছাত্রীবৃন্ত তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২/১১/২০২২ তারিখ সকাল ১২ টার সময় পতাং স্কুলের সামনে পতাং উচ্চ বিদ্যালয় এবং পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ও এলাকাবাসী মানববন্ধন করেন।মানববন্ধনে সবাই উক্ত হামলাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানায়।
উক্ত ঘটনার পর থেকে এলাকার মানুষ আতঙ্কিত। মানববন্ধনে উপস্হিত ছিলেন পতাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ,পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি,বিদ্যুৎসাহী সদস্য মোঃনিজামুল হক নয়ন।
চাষী পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃদুলাল ও অত্র ওয়ার্ডের সচেতন নাগরিক এবং শিক্ষাথীবৃন্দ। হামলার ঘটনায় বরিশাল বন্দর থানায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাসুদুজ্জামান গত ০২/১১/২০২২ তারিখ ৩ জনের বিরুদ্বে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- মামলার আসামীরা হলেন- পতাং গ্রামের মৃত আব্দুস ছত্তার মোল্লার পুত্র নুর হোসেন মামুন, দেলোয়ার নাপ্তির পুত্র কবির হোসেন নাপ্তি, কবির হোসেন নাপ্তির পুত্র মেহেদী হাসান অনিক সহ অজ্ঞাত আরো ২/৩ জন।