সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
ক্রাইম সিন ডেক্সঃ নিখোঁজ বিজ্ঞপ্তি
গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে বরিশাল জেলগেটের সামনে থেকে মো. ছলেমান চৌকিদার বয়স (৫০) তার পিতার নাম সেকান্দার চৌকিদার। টিকানা, বরিশালের
মুলাদী উপজেলার ইন্দুরিয়া গ্রামে। তিনি একটি মামলা সাজা ভোগ করে জেল থেকে মঙ্গলবার বের হয়ে বাড়ি যাওয়ার পথে নিখোজ হয়।
তার গায়ের রং কালো, লম্বা, সে ঠিকভাবে কথা বলতে পারেনা, তার মানষিক সমস্যা রয়েছে।
যদি কোন সহৃদয় ব্যাক্তি তার খোজ তার খোজ পান বা সন্ধান দিতে পারেন তাহলে সদর রোডের হোটেল গুলবাগে পৌছে দেয়ার জন্য বিষেশ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ করুন ০১৩০৮২৫৩৩২৮।
ছেলে আজিজুল চৌকিদার