মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: তৃতীয়বারের মতো জাতীয় সংসদের উপনেতা হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।
সাজেদা চৌধুরী গত নবম ও দশম সংসদে একই পদে দায়িত্ব পালন করছেন। শারীরিক অসুস্থতার কারণে উপনেতা পদে তার বহাল থাকা-না থাকা নিয়ে এতোদিন নানা আলোচনা ছিল। এ পদে আলোচনায় ছিলেন সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
গত বুধবার জাতীয় সংসদে গঠিত আটটি সংসদীয় কমিটির মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে তাকে। এরপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় সংসদ উপনেতা থাকছেন সাজেদাই।
গত ৩০ জানুয়ারি শুরু হওয়া একাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রতিটি দিনই সংসদে অংশ নিয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী।