মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালে কোস্ট গার্ড অভিযান চালিয়ে গাঁজাসহ মো. সুজন (২৭) নামে এক যুবককে আটক করেছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনে থাকা বিসিজি স্টেশন, বরিশাল এ অভিযান চালায়।
আটক সুজন পটুয়াখালী সদর থানাধীন ছোট বিঘাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল সিকদারের ছেলে।
কোস্ট গার্ড জানায়, বরিশাল নগরের বান্দরোড এলাকার প্লানেট পার্কের বিপরীত পাশের প্রধান সড়ক থেকে সুজনকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা ও ১ টি আইটেল মোবাইল জব্দ করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।