সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন ডেক্স: মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নেতাকর্মীদের হতাহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বরিশাল জেলা দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আগরপুর রোড থেকে ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, সহ-সভাপতি নুরুল আলম কয়েস, যুগ্ম সম্পাদক উলফৎ রানা রুবেল, আসলাম হোসেন বাচ্চু, মাসুদুর রহমান মাহফুজ, বরিশাল সদর উপজেলা যুবদল আহ্বায়ক উজ্জল হোসেন, সদস্য সচিব আলি হায়দার, সাকলাইন মোস্তাক, উজিরপুর উপজেলা যুবদল আহ্বায়ক সামসুজ্জোহা আজাদ, বাবুগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক মো. রাকিব ও মেহেদী হাসান মেহেদী প্রমুখ।