শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় ট্রলি গাড়ির চাপায় লিজা আক্তার নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিজা আক্তার হিজলার গুয়াবাড়িয়া গ্রামের মো. কবির জমাদ্দারের ছেলে এবং উত্তর গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিজলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছিলো। এসময় ইট বহনের কাজে নিয়োজিত একটি ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদের বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় ট্রলি গাড়িটিও ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।