রবিবার, ১১ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো-ব্যারিস্টার ফুয়াদ বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন বাউফলে ‘খেলাফত মজলিস’ উপজেলা শাখার কমিটি গঠন কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন মেহেন্দিগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সাধারন আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদ আলম খান

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সাধারন আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদ আলম খান

Sharing is caring!

এস এল টি তুহিন, বরিশাল : বরিশাল জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে – নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই বরিশালের সাধারণ ১ আসনের (বাকেরগঞ্জ) মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আলম খান। ইতিমধ্যে মাঠে নেমেছেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৭ই অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এর মাধ্যমে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন-নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গত মঙ্গলবার (২৩ আগস্ট) জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। তিনি বলেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও আগামি ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল কাউন্সিলর ও ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান,ও সকল ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে সাধারণ সদস্য নির্বাচিত হবেন। সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে সাবেক বরিশাল জেলা পরিষদের সদস্য মাসুদ আলম খান বলেন- আপনারা জানেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যানের অসহযোগিতার মধ্যেও আমি চেষ্টা করেছি মানুষের কল্যাণে কিছু কাজ করার জন্য।

দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ, পার্বত্য শান্তি চুক্তির রূপকার মাননীয় এম পি জনাব আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর আশীর্বাদ আমার উপরে আছে বলে আমি মনে করি। বরিশাল সিটি কর্পোরেশনের রুপকার,জননন্দিত মেয়র আমার রাজনৈতিক অভিভাবক – সেরনিয়ারবাত সাদিক আব্দুল্লাহ্ ভাইয়ের দেখানো পথ অনুকরন করে আসছি। যতদিন বেঁচে থাকব ততোদিন তার দেখানো পথে চলব ইনশাআল্লাহ। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন খান -জীবন যৌবন আওয়ামী লীগের জন্য বিসর্জন দিয়ে- আজ নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমার ভাই আ স ম ফিরোজ আলম খান- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে দু-দুবার এর নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ।

আমি ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছি। আমি সুনাম এর মধ্য দিয়ে সরকারি বাকেরগঞ্জ কলেজের সাবেক এজিএস ছিলাম। বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আমার বিশ্বাস, আমি আশাবাদী আমার রাজনৈতিক অভিভাবক যারা আছেন,তাদের সুদৃষ্টিতে দ্বিতীয় বারের মত আমাকে মনোনয়ন দিবেন। ও জনগণের জন্য কিছু করব। আর আমি দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ধারাকে অব্যাহত রাখব ও মুজিব আদর্শে ছিলাম আছি থাকবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD