বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ
বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগের হামলা

বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগের হামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স : বরিশালের বাকেরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় কমপক্ষে ১৫ জনকে কুপিয়ে জখম করেছে ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। ওই ইউনিয়নের হেলেঞ্ছা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিকেল পাঁচটায় সভা শুরু করে নেতৃবৃন্দ। খবর পেয়ে উপজেলা সদর থেকে মোটরসাইকেল মহড়া দিয়ে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ৬টার দিকে ওই বাড়িতে ঢুকে পিটিয়ে-কুপিয়ে জখম করে।

হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। এরমধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব খান (৬০), নেতা হারুন জোমাদ্দার (৬০), ৫ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজ গাজী (৪৫), শ্রমিকদল নেতা তোজাম্বর হাওলাদার (৬৫), ১ নং ওর্য়াড সভাপতি শাহ-আলম সিকদার (৬০), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক টিটু গাজী (৪০), ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সজীব (২৫), হেমায়ত মৃধা, শাহআলম মৃধা, ইউপি সদস্য ফারুক হাওলাদার, ইউপি সদস্য ফকরুদ্দীন, কর্মী সজল, সোহাগ গুরুত্বর আহত হন।

কেন্দ্রিয় বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন বলেন, রোববার বিএনপির কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি সফল করতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছিলেন। সেখানে ছাত্রলীগ-যুবলী ও আওয়ামী লীগের নেতারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেন। আওয়ামী লীগ চাইছে হামলা চালিয়ে বিএনপিকে ভয় দেখিয়ে রাজনীতির মাঠ দখলে রাখবে।

অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, বিএনপি বা আওয়ামী লীগ কারো পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ আসেনি। তবে জেনেছি বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গারুড়িয়া ইউনিয়নে ছাত্রলীগ মিছিল করেছে। এর বাইরে কোন তথ্য জানা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD