শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৮ জনের মধ্যে ৪ জন এবং সম্পাদক পদে ২২ জনের ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৩০ জানুয়ারী বুধবার দুপুর ১ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন উপ পরিষদ এ মনোনয়ন পত্র জমা নেন। এবারের প্যানেল বহির্ভূত নির্বাচনে অংশ নিতে ৩য় বারের মতো সভাপতি পদে মনোনয়ন পত্র নেন বর্তমান সভাপতি এডভোকেট সৈয়দ ওবায়দুল্লাহ সাজু।এছাড়াও ওই পদে মনোনয়ন পত্র নেন আবুল কালাম আজাদ (১),সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, আলাউদ্দিন হাওলাদার, হিরন কুমার দাস, কাজী এনায়েত হোসেন বাচ্চু,সাইফুল আলম গিয়াস ও এস এম আব্দুল্লাহ। এদের মধ্যে সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, হিরন কুমার দাস মিঠু, আলাউদ্দিন হাওলাদার,আবুল কালাম আজাদ (১) মনোনয়ন পত্র জমা দেন। সম্পাদক পদে ২২ জন খান মোঃ মোর্শেদ, মামুন অর রশিদ, দেলোয়ার হোসেন মুন্সি, শামসুজ্জামান নয়ন,সালাউদ্দিন সিপু,এস এম ফেরদৌস রিপন, সাইফুল ইসলাম রিমন,জামাল হোসেন, দেলোয়ার হোসেন দিলু,মামুন চৌধুরী, জসিম উদ্দিন, ফিরোজ মাহমুদ খান, উত্তম কুমার চক্রবর্তী, বিপুল চন্দ্র রায়,এম এ জলিল, শেখ হুমায়ুন কবির মাসউদ,আজাদ রহমান, দেবাশীষ রায়,আসাদুজ্জামান কচি, এইচ এম আনিচুর রহমান ও মাইনুল ইসলাম বাবুল মনোনয়ন পত্র নিলেও এদের মধ্যে নিয়াজ মাহমুদ খান,বিপুল চন্দ্র রায়,শেখ হুমায়ুন কবির মাসউদ ও আজাদ রহমান মনোনয়ন পত্র জমা দেন। সহ সভাপতি পদে গৌরাঙ্গ চন্দ্র শীল, এ কে এম আলমগীর হোসেন, জাহিদূর রহমান, আবুয়াল সহিদ তারেক, নাসির উদ্দীন মাঝি,অসিম কুমার বাড়ই ও তরিকুল ইসলাম মনোনয়ন পত্র নিলেও গৌরাঙ্গ চন্দ্র শীল,অসিম কুমার বাড়ই,জাহিদূর রহমান ও আবুয়াল সহিদ তারেক মনোনয়ন পত্র জমা দেন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ খান, আনোয়ার হোসেন মিজান, মাইনুদ্দিন ডিপটি,শাহনুর খানম ও সুফিয়া বেগম মনোনয়ন পত্র নিলেও আনোয়ার ও মাঈনুদ্দিন মনোনয়ন পত্র জমা দেননি।
যুগ্ম সম্পাদক পদে মঈনুদ্দিন মাহবুবুল আলম শিকদার, মিজানুর রহমান খান, শামসুজ্জামান সোহেল, দুলাল চন্দ্র শীল, বিউটি সুলতানা, ইউনুস মিয়া, কাজী আবুল হাসান ও রবিউল ইসলাম রিপন সহ মোট ৮ জনের মধ্যে রবিউল, ইউনুস মিয়া ও মিজানুর রহমান বাদে বাকি ৫ জন মনোনয়ন পত্র জমা দেন। নির্বাহী সদস্য পদে আরিফুর রহমান শিকদার রাসেল, মেজবাহ উদ্দিন সুরুজ, সানজিদা শারমিন মৌরি, অসীম কুমার সাহা,মিজানুর রহমান রাজু,শেখ মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন হাওলাদার, হারুন অর রশিদ, শাহিন উদ্দিন মিয়া, রেজাউল হক ও সাইফুল আলম ফুয়াদ মনোনয়ন পত্র নিলেও আনোয়ার হোসেন ও শাহীন উদ্দিন মনোনয়ন পত্র জমা দেননি।৩১ জানুয়ারী মনোনয়ন যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন উপ পরিষদ। নির্বাচনে প্যানেল সিস্টেম বাদ হলেও আওয়ামী লীগ বিএনপির প্রায় সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৩ ফেব্রুয়ারী প্রার্থী প্রত্যাহারের পর ৪ ফেব্রুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন উপ পরিষদ বলে জানায় আইনজীবী সদস্যরা।