মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: কক্সবাজারে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ জানিয়েছে র্যাব। গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনুছঘোনা গ্রামের বেদার মিয়া এবং তার দুই সহযোগী মোস্তাক মিয়া (২৪) ও বেলাল উদ্দিন (২২)।
পুলিশ জানায়, শুক্রবার বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এক স্কুলশিক্ষিকাকে রাস্তা নিয়ে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সোমবার মধ্যরাতে কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়। সেই মামলায় বেদার মিয়ার নাম থাকলেও অন্য তিনজন অজ্ঞাতনামা ছিল।
র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) পিএমখালীর একটি বিয়ের অনুষ্ঠানে ভুক্তভোগীর সঙ্গে মামলার প্রধান অভিযুক্ত বেদার মিয়ার (২৮) পরিচয় হয়।
এর পরদিন তারা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে চাঁন্দেরপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ওই নারীকে আটকে রাখেন বেদার মিয়া। পরে তার তিন সহযোগীকে নিয়ে অস্ত্রের মুখে ওই শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ করেন। এ ঘটনায় মঙ্গলবার (২৩ আগস্ট) ভুক্তভোগী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, প্রধান আসামি ও তার সহযোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাদেরকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।