শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
এস এল টি তুহিন: বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিরাঙ্গল গ্রামের জাফর খানের পুত্র নাছির খান (৩৮)কে বরিবার ৫ জুন বিকেল ৪ টায় বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাজাঁর বাগান সহ গ্রেফতার করা হয়।
এ সময়ে অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ থানার এস আই মনির, এ এস আই হাফিজ,এ এসআই শফিক, কনস্টেবল আরিফুর রহমান, কনস্টেবল রাসেল,কনস্টেবল ইমরান। বাগান থেকে ২৯ টি গাজার গাছ উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সত্যরঞ্জন খাসকেল জানান, গাজাঁ চাষি নাছির খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।