শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : সরকারের বরাদ্দকৃত ভিজিডি‘র চাল আত্মসাতের অভিযোগে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে গ্রেফতার করেছে দুর্নতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।
দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী জানান, গেল ২০১৫-১৬ অর্থ বছরে গ্রামের অস্বচ্ছল ২৫১ জন মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত তিন মাসে ৯০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ৬০ কেজি করে দেওয়া হতো। এতে চেয়াম্যান আমানউল্লাহ আমান ৫টন চাল আত্মসাত করে প্রায় দুই লাখ টাকার লোপাট করেছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।