শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
অনলািইন ডেস্ক:ফের বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। সিলিন্ডার প্রতি ১০৮ টাকা দাম বাড়ল। তবে বাড়িতে যে গ্যাস সিলিন্ডারে রান্না হয়, সেই গ্যাসের দাম বাড়েনি। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম।
সিলিন্ডার প্রতি এখন নতুন দাম হয়ে দাঁড়াল ২ হাজার ৯৫ টাকা। এর জেরে মধ্যবিত্তদের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও, পরোক্ষভাবে যে প্রভাব পড়বে, তা মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাজারের দামের উপরেই সাধারণত এই গ্যাসের দাম নির্ভর করে। ইউক্রেন-রাশিয়ার সংঘাতের জেরেই যে এই দাম বৃদ্ধি, তেমনটাই মনে করা হচ্ছে।
গতকাল, সোমবার মধ্যরাত থেকেই গ্যাসের এই নতুন দাম কার্যকর হয়েছে। গত বছরের ৬ অক্টোবরের পর বাড়ির রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে এর মধ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়েছে।