বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার  গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো নিঃস্ব ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন
বরিশাল এইচ এস টি টি আই এর আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

বরিশাল এইচ এস টি টি আই এর আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ২৮ শে ফেব্রুয়ারী সোমবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচ এসটিটি আই) বরিশাল এর পরিচালনায় উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি ২০২১-২০২২ অর্থবছরের ৭৭ তম ব্যাচ এর আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

এইচএসটিটি আই, বরিশাল এর পরিচালক প্রফেসর মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল ইসলাম। সভা পরিচালনা করেন সহকারি পরিচালক ও প্রধান কোর্স সমন্বয়ক শোয়েব মাহমুদ এবং সিনিয়র প্রোগ্রামার চিত্ত হালদার। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন সরকারি পূর্ব মাদারীপুর কলেজ, শরিয়তপুর এর প্রভাষক মোঃ শওকত ওসমান। প্রশিক্ষণে অংশগ্রহণরত শিক্ষকদের পক্ষে কোর্স প্রতিবেদন পাঠ করেন কোর্সের প্রথম স্থান অধিকারী শিক্ষক চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজ, বাবুগঞ্জ বরিশাল এর জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আমিনুর রহমান।

গত ০২ ফেব্রুয়ারি,২০২২ হতে ২৮ ফেব্রুয়ারি,২০২২ খ্রি. পর্যন্ত ২৭ দিনের এই কোর্সে বরিশাল বিভাগ সহ অন্যান্য বিভাগের বিভিন্ন কলেজের প্রশিক্ষনার্থী শিক্ষকদের কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সহ তথ্য ও প্রযুক্তির ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ল্যাবে প্রোজেক্টরের মাধ্যমে ও অনলাইনে পাঠদানকে আকর্ষণীয়, সহজসাধ্য ও বোধগম্য করার লক্ষ্যে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, ডাটাবেজ, বুলিয়ান এলজেবরা,এইচটিএমএল, সি প্রোগ্রামিং, নেটওয়ার্ক, ইন্টারনেট এন্ড হার্ডওয়্যার এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্য বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার শিক্ষার প্রসার ঘটাতে হবে। আর এই উদ্দেশ্য সফল করতে হলে উচ্চমাধ্যমিক শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। এইচ এস টি টি আই এর পরিচালক প্রফেসর মোঃ শাহে আলম তার সমাপনী বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি সকল শিক্ষকদের প্রশিক্ষণ ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ গ্রহণের কথা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। প্রথম স্থান অধিকারী জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আমিনুর রহমান তার বক্তব্যে এইচএসটিটিআই এর মাধ্যমে সরকারের কাছে প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো, কোর্স সমাপ্তকারী শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা, কম্পিউটার ল্যাবগুলোতে ইন্টারনেট গতি বৃদ্ধি করা, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের একটি করে ল্যাপটপ প্রদান করার জন্য জোর সুপারিশ তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD