শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখলাীতে (DNC) এর অভিযানে মাদকসহ নিশা নামের ১ মাদককারবারি গ্রেপ্তার বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন
অক্ষমদের প্রয়োজনে বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে- মেয়র সাদিক আব্দুল্লাহ

অক্ষমদের প্রয়োজনে বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে- মেয়র সাদিক আব্দুল্লাহ

Sharing is caring!

এস এল টি তুহিন,: মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আগামী ২৬ মার্চ সারাদেশে বিশেষ টিকা কার্যক্রম পরিচালিত হবে। নির্দেশনা অনুযায়ী ওইদিন সারাদেশের সঙ্গে নগরীতে প্রথম ডোজ দেওয়া হবে। এর আওতায় যারা এখনও টিকা নিতে পারেননি তারা সহজেই তা নিতে পারবেন। এ লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত সাতটি কেন্দ্রের পাশাপাশি ১৫টি মোবাইল টিম নগরজুড়ে কাজ করবে। পাশাপাশি অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষমদের প্রয়োজনে বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে। সে ধরনের প্রস্তুতিও আমরা নিয়েছি। মঙ্গলবার রাতে নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে আয়োজিত কোভিড-১৯ গণটিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সব পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল নগরে জনসংখ্যা রয়েছে ছয় লাখের মতো আর ভোটার দুই লাখ ৪১ হাজার। এদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমরা মোটামুটি অর্জন করেছি। আর হয়তো অল্প কিছু বাকি আছে, তারা হয়তো এখানে থাকেন না। তবে যারা আমাদের ভোটার না অন্য জেলা থেকে এসেছেন, তাদের টিকার আওতায় আনতে না পারলে সার্থকতা নেই।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি গণটিকার কার্যক্রম সম্পর্কে নগরের ৩০টি ওয়ার্ডে প্রচারণা চলবে। মানুষকে টিকা নিতে সবাই মিলে উৎসাহ দিতে হবে। মিডিয়াকে বড় ভূমিকা রাখতে হবে। সভায় বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের ডা. খন্দকার শুভ্র বলেন, প্রতিটি মোবাইল টিমে দুজন করে টিকা দেওয়ার জন্য ও তিনজন স্বেচ্ছাসেবক থাকবে। আর এসব মোবাইল টিম লঞ্চঘাট, বাস টার্মিনাল, বাজার, আদালত প্রাঙ্গণ ও কলোনিগুলোতে গুরুত্ব দিয়ে টিকা কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, বিভাগ ও জেলার মধ্যে শুধুমাত্র বরিশাল সিটি করপোরেশন টিকা কার্যক্রমে এগিয়ে রয়েছে। বরিশাল সিটি করপোরেশন এরইমধ্যে তাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তারা এ পর্যন্ত ১২৪ পার্সেন্ট লক্ষ্যমাত্রা অর্জন করেছেন। এখন তারা আমাদের সাপোর্ট দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আর শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নেওয়ার হার ১০৫ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন। তার মতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও টিকা গ্রহণ করায় শতভাগের ওপরে লক্ষ্যমাত্রা চলে গেছে। আর এসবই সিটি করপোরেশনের বিশেষ উদ্যোগের কারণে সম্ভব হয়েছে।

তিনি বলেন, একমাত্র বরিশাল জেলার মধ্যে সিটি করপোরেশন শিক্ষার্থীদের আলাদা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। তাদের জন্য পানি ও খাবারের ব্যবস্থা করেছে। তারা এমনভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে, যে কোনো ধরনের বিরক্তি ছাড়া শিক্ষার্থীরা নিয়মানুযায়ী ভ্যাকসিন নিতে পেরেছেন।

এতে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. হুমায়ুন শাহীন খান, শের ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন, শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম, বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম কিবরিয়া, বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্বাস উদ্দিন, হাতেম আলী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন ফারুক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের অধ্যাপক সভাপতি নজমুল হোসেন আকাশ, সরকারি জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD