বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : সড়কে কাগজপত্র বিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান চালিয়ে ৭ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জানুয়ারী) দুপুরে নগরের সিএন্ডবি রোডে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফারজানা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন যানবাহনের যাবতীয় কাগজপত্রাদি যাচাই- বাছাই করা হয়। এসময় কিছু যানবাহনের কাগজে অসংগতি থাকায় মটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮ এবং ১৫২ ধারায় ৭টি মামলায় ৭ জনকে মোট ৩ হাজার ১ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় বিআরটিএ অফিসের কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।