বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: বরিশালের বানারীপাড়ায় নামাজ পড়তে যাবার সময় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো শিশু শ্রেণীর শিক্ষার্থী মো. এমদাদুল হক (৭)। সে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের ইট ভাটার শ্রমিক মো. মনির হোসেনর ছেলে।
ঘটনারদিন গতকাল (২৩ জানুয়ারী) দান্ডয়াট-বিশারকান্দি সড়কের উত্তর বাইশারী বেইলী ব্রিজের পাশের মসজিদে আসরের নামাজ পড়তে এমদাদুল হক তার দাদার সাথে রওয়ানা হয়েছিলো।
ওই সময়ে রাস্তা পার হওয়ার সময় বেইলী ব্রিজের ঢালে দান্ডোয়াট থেকে শিয়ালকাঠি (ফেরীঘাট) চলাচলরত রতনের ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শিশু এমদাদুল হক। দূর্ঘটনার পর স্থানীয়রা ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাঃ তাকে মৃত্যু ঘোষণা করেন।