রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালের সাংবাদিক শামীম আহাম্মেদ এর ওপর কারারক্ষীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের কঠোর বিচার দাবিতে গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা
বুধবার সকালে ঢাকা বরিশাল মহা সড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপের সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় ঢাকা বরিশাল মহা সড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো.আহছান উল্লাহ,সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব প্রেসক্লারের কোষাধক্ষ্য আমিন মোল্লা, , সাধারন সম্পাদক এস.এম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাবেক সাধারন সম্পাদক এম. আলম সহ-সম্পাদক উত্তম দাস, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মোনাসেফ মামুন, সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ মোঃ লিটন খান,সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহাম্মেদ মাইটি,দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন, সহ দপ্তর সম্পাদক জান্নাত আরা রাখি, ক্রীড়া সম্পাদক বিনা আক্তার,মহিলা বিষয়ক সম্পাদক সিনথিয়া ঘরামি,নির্বাহী সদস্য সোহাগ দাস, ফেরদাউস আরা ঋতু ,রিয়াজ মোল্লা,দেবাষীশ সাহা,রহিম বিশ্বাস প্রমূখ।
বক্তারা পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় বরিশালের সিনিয়র সাংবাদিক শামীম আহাম্মেদ এর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার তিব্র নিন্দা জ্ঞাপন করে, দোষী কারারক্ষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।