শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
নানা বিতর্ক আর ঝামেলার মধ্যেই আজ দুপুরে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর একটি হোটেলে এখন চলছে ড্রাফট। তার আগেই অবশ্য দারুণ এক সুযোগ লুফে নিয়েছে ফুরচুন বরিশাল। ক্রিস গেইলকে দলে টেনে নিয়েছে দলটি। এদিকে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে নিয়েছে তারা। ড্রাফটের আগেই মুশফিকুর রহিমকে টেনে নিয়েছে খুলনা, মোস্তাফিজুর রহমানকে নিয়েছে কুমিল্লা, সিলেট দলে টেনেছে তাসকিন আহমেদকে।
আর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটের আগেই ঢাকা পেয়েছে কায়েস আহমেদ, নজিবুল্লাহ জাদরান ও ইশুরু উদানাকে। এদিকে খুলনা ভিড়িয়েছে, থিসারা পেরেরা, নাভিন উল হক ও ভানুকা রাজাপাকসেকে।
বরিশাল গেইল ছাড়াও টেনেছে মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকাকে। এছাড়া চট্টগ্রাম ভিড়িয়েছে, কেনার লুইস ও বেনি হাওয়েলকে। আর সিলেট টেনে নিয়েছে দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন আলেক্সজান্ডারকে।
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে অষ্টম বিপিএলের। এবার খেলবে ৬টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে দলগুলো লড়বে দেশের তিন ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে।