শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
মাহমুদুল হাসান ফাহাদ- বিশেষ প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার সাতটি ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে এ উপজেলার ৭ ইউনিয়নের ৬৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট শুরুর আগেই ব্যাপক উৎসাহ নিয়ে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। এবং দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রশাসন এর কঠোর অবস্থানের কারনে ৭টি ইউনিয়নে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারিভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হলেন যারাঃ ০১। মদনপুর ইউনিয়নে: নাসির উদ্দিন নান্নু, (নৌকা প্রতীক) ০২। মেদুয়া ইউনিয়নে: মনজুর আলম, (নৌকা প্রতীক) ০৩। চরপাতা ইউনিয়নে: কাজল ইসলাম তালুকদার, (নৌকা প্রতীক) ০৪। চরখলিফা ইউনিয়নে: নৌকার প্রার্থী শামীম হোসেন অমি, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ০৫। উত্তর জয়নগর ইউনিয়নে: বশির সর্দার, (নৌকা প্রতীক)। ০৬। দক্ষিণ জয়নগর ইউনিয়নে: নাজমুল হোসেন বাচ্চু, (আনারস প্রতীক) স্বতন্ত্র। ০৭। ভবানীপুর ইউনিয়নে: আওলাদ হোসেন, (চশমা প্রতীক) স্বতন্ত্র। ভেলা জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৭টি ইউনিয়নের নির্বাচনী ফলাফল বেসরকারীভাবে ঘোষণা করেন।