বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
বরিশাল বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কতৃক পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্প (২য় পর্যায়) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তর রহমতপুর আশ্রায়ন প্রকল্পের ও ডিক্রিরচর গ্রামের অসহায় নারীদের নিয়ে উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তারের সভাপতিত্ত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাঃ শাহনাজ বেগম’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাবেক সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সংগঠক আঃ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন, সকল শ্রেণির উপকারভোগীদের বিভিন্ন প্রকার আবেদন-যেমন ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, চাকুরীর আবেদনসহ সকল প্রকার অনলাইন ভিত্তিক আবেদন ও প্রথমিক চিকিৎসা (ডায়াবেটিকস, প্রেসার,উচ্চতা ও ওজন) তথ্য সেবার মাধ্যমে উপজেলার ‘তথ্য আপা’ কার্যালয়ে বিনামূল্যে করা হয়। পরে উঠান বৈঠকে উপস্থিত ৫০ জন মহিলাদের মাঝে মাস্ক, খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।