বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেবামূলক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ৪১ বীরে এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বরিশালের উজিরপুর এর প্রায় চার শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ঔষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের বরিশাল শেখ হাসিনা সেনানিবাস এর জিওসি এবং এরিয়া কমান্ডার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ মেডিক্যাল সার্ভিসের কর্নেল মোঃ রবিউল আলম। বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি মেডিকেল টিম উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
সাধারণ জনগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ঔষধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে। চিকিৎসা সেবা সম্পর্কে সেনাবাহিনীর সদস্য বলেন সেনা প্রধানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ব্যাপি সকল মানুষকে সচেতন করতে, সামাজিক দূরত্ব মানার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ সহ দরিদ্র এবং দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে অভিজ্ঞ চিকিৎসক এনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রম সমগ্র দেশব্যাপী অব্যাহত থাকবে বলে জানা যায়। দেশের সর্বভৌম রক্ষার পাশাপাশি দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ।