শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে পড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার তুষারঝড়ের কারণে মধ্যপশ্চিমাঞ্চলে ব্যাপক তুষারপাতের সৃষ্টি হয়।
জানা গেছে, তুষার ঝড়ের কারণে মিসৌরিতে গাড়ি পথে আটকা পড়ে যায়। এ অঞ্চলে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
মেক্সিকোতে বৃষ্টি ঝড়িয়ে পরে যুক্তরাষ্ট্রে এসে এটি তুষারঝড়ে পরিণত হয়।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তুষারঝড়টি শুক্রবার কানসাস ও মিসৌরিতে আঘাত হানে। এই ঝড় শনিবারও তাণ্ডব চালায়। এরপর এটি আইওয়া, ইলিনয়, ইন্ডিয়ানা ও ওহিওর কয়েকটি অংশে ছড়িয়ে পড়ে।
সূত্র : রয়টার্স, ইয়াহু নিউজ