বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
বরিশালে অবৈধ স্পিড বোট চলাচল বন্ধের নির্দেশ দিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। গত,২২/২৩ তারিখে বরিশালের অনলাইন ও স্থানীয় পত্রিকায়, বরিশালে বি আই ডব্লিউ টিএ এর ঘাট দখল করে, সাবেক ঘাট ইজারাদারের চাঁদাবাজী। শিরোনামে সংবাদ প্রকাশের পড়, গত সোমবার ২৩/৮/২০২১ তারিখে বিষয়টি বি আই ডব্লিউ টিএ, এর যুগ্ম -পরিচালক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কে জানালে তাৎক্ষণিক, ২৩/৮/২০২১ তারিখে, সাহেবের হাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এর বরাবর লিখিত চিঠি দেয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন(নৌ-রুট পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারন) বিধিমালা -২০১৯এর১(২)ও(৪)নং এবং দি ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স-১৯৭৬এর ৩৩ ও ৫৪ নং ধারা অনুযায়ী লাহারহাট লঞ্চঘাট থেকে ভোলাসহ বিভিন্ন নৌ-পথে অবৈধভাবে চলাচলকারী স্পিড বোট ও ট্রলার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
উপযুক্ত বিষয়,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন(নৌ-রুট পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারন) বিধিমালা -২০১৯এর১(২)ও(৪)নং এবং দি ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স-১৯৭৬এর ৩৩ ও ৫৪ নং ধারা অনুযায়ী বি আই ডব্লিউ টিএ ‘র রুট পারমিট এবং নৌ- পরিবহন অধিদপ্তরের রেজিষ্ট্রেশন ও সার্ভে সনদ ব্যতীত অভ্যান্তরীণ নৌ-পথে কোনো ধরনের যাত্রীবাহি নৌ-যানের চলাচল ও যাত্রী পরিবহন করা বেআইনি। সরেজমিন ঘুরে দেখা যায়,লাহারহাট লঞ্চঘাট থেকে চলাচল করে। ভোলাসহ বিভিন্ন নৌ-পথে অবৈধভাবে প্রতিদিন কর্তৃপক্ষের অনুমোদিত সময়সূচি বিহীন ১৫-২০ টি স্পিড বোট ও ট্রলার চলাচল করে থাকে। এই সকল অবৈধ স্পিড বোট ও ট্রলার সমূহকে আইনের আওতায় আনার জন্য উপরোক্ত সূত্রের আলোকে কর্তৃপক্ষ কর্তৃক একখানা পরিপত্র জারী করা হয়েছে। সে মোতাবেক নৌ-পরিবহন অধিদপ্তর কর্তৃক সার্ভে, রেজিষ্ট্রেশন (ফিটনেস) সনদ সংগ্রহ পূর্বক বি আই ডব্লিউ টিএ, থেকে সময়সূচি গ্রহণ করে বৈধভাবে চলাচলের নির্দেশনা রয়েছে। উল্লেখ্য এই সকল অবৈধ স্পিড বোট ও ট্রলার চলাচলে যে কোনো সময় যাত্রী সাধারণের জানমালের ক্ষয়ক্ষতি সাধনসহ দুর্ঘটনা ঘটার আশংঙ্কা দেখা দিয়েছে। লাহার হাট লঞ্চঘাটে স্পিড বোট মালিক সমিতি নামে একটি সমিতির মাধ্যমে বর্তমানে ১৫-২০ টি স্পিড বোট চলাচল করে থাকে। এই স্পিড বোট চলাচলের নামে মনগড়া সিরিয়াল দেওয়ার মাধ্যমে উক্ত সমিতি বিভিন্ন স্পিড বোট মালিকের নিকট হতে প্রতিটি স্পিড বোটের বিপরীতে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এধরণের সমিতির কর্তৃপক্ষের কোন অনুমোদন নাই বা কোনো আইনগত ভিত্তি নাই। ফলে সমিতির লোকজন যেভাবে বিধি বহির্ভূতভাবে স্পিড বোট পরিচালনা করছে এতে অত্র কর্তৃপক্ষের মনোনীত ঘাট ইজারাদারের ঘাট পরিচালনা করতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তা ছাড়া ভোলা হতে আগত স্পিড বোট সমূহের সিরিয়াল দেওয়ার নামেও ঘাটে সমিতির অরাজগতা সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে। বর্নিত অবস্থায়, ঘাটের শৃঙ্খলা ফিরিয়ে আনান জন্য এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য লাহারহাট লঞ্চঘাট থেকে যাতে কোনো অবৈধ স্পিড বোট বা ট্রলারে যাত্রী পারাপার করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, জেলা প্রশাসন, বরিশাল। পুলিশ সুপার, বরিশাল।
অধিনায়ক, রযাব-৮ বরিশাল। পরিচালক, নৌ -নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যাবস্থপনা বিভাগ, বি আই ডব্লিউ টিএ, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল সদর বরিশাল। ও সমম্বয় কর্মকর্তা, চেয়ারম্যান দপ্তর, বি আই ডব্লিউ টিএ, ঢাকা। বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এবিষয়ে স্থানীয়রা বলেন, শুধু লাহারহাট লঞ্চঘাটের স্পিড বোট বন্ধ করলেই সমস্যা সমাধান হবে না, চরবাড়িয়া ইউনিয়ন তালতলী বাজার ব্রিজসহ বরিশালের বিভিন্ন স্থানে একাধিক স্পিড বোট চলাচল করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাদের স্পিড বোট চলাচলের জন্য পারমিট আছে (দশটা) চালায় একশোরও বেশি ।