সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার হ্নীলা মাঈন উদ্দিন কলেজের পাশ থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে দুইটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। তবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দু’জনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দু’জনই মাদক কারবারি।