বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে পোশাক শ্রমিকদের রাস্তায় ঢল নেমেছে তাদের গন্তব্য রাজধানী। বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হঠাৎ হাজারো মানুষের স্রোত।ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই ছুটছে ঢাকার উদ্দ্যেশে। এদের বেশিরভাগই পোশাক গার্মেন্টস শ্রমিক শনিবার ৩১জুলাই ভোর ৬টা থেকে বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র সরেজমিনে দেখা যায়। এই পোশাক শ্রমিকরা মুলত দখিনের বিভিন্ন জেলা উপজেলার গ্রামগঞ্জের মানুষ।
তারা ভোররাত থেকে গন্তব্যে পৌছাঁনোর উদ্দ্যেশ্য রওয়ানা হয়েছেন বলে জানা যায়। গার্মেন্টস কর্মরত নারী-পুরুষ শ্রমিকরা জানায়, আমরা কঠোর লকডাউনের কারনে ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। হঠাৎ করে আগামী কাল আগস্ট মাসের ১ তারিখ গার্মেন্টস খুলবে এমন ঘোষণা দিলে।
আমরা আজই ঢাকার উদ্দেশে যাত্রা করেছি। কিন্তু ঢাকামুখী পরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে আমাদের।ছোট ছোট যানবাহন পেলেও ভাড়া নিচ্ছেন দ্বিগুণের ও বেশি।তারা পরও এ সব পরিবহনে অথবা কিছুদূর পায়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছেন অনেকেই। শুধু ঢাকা নয় চট্টগ্রামের শ্রমিকরা রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নারী-পুরুষ কর্মীরা জানান, চাকরি রক্ষার ভয়ে এই মহামারী করোনাকে উপেক্ষা করেই যাত্রা শুরু করেছি আমরা।” এ ব্যপারে বাস স্ট্যান্ডে কর্মরত পুলিশ সদস্যরা জানান, গনপরিবহন বন্ধ রয়েছে,তারপর তারা রওয়ানা হয়েছে এমনকি তাদের সাথে আইডি কার্ড রয়েছে। এখন তো আমাদের কিছু করার নেই।তারা যেতে পারলে সমস্যা নাই বলে তারা জানান। এই সুযোগে সুবিধাবাদি কিছু সিএনজি, মাহিন্দ্রা চালকরা এসব মানুষের কাছ থেকে বিপুল পরিমানে ভাড়া আদায় করছে।বরিশাল নগরীর নথুল্লাবাদ টার্মিনাল থেকে মাওয়া ঘাটে ২০০০ টাকা ভাড়া আদায় করছেন বলে জানা গেছে। অতিরিক্ত ভাড়া দিয়েও শ্রমিকরা রাজধানীর বুকে ছুটে চলছে।