শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
মোঃ শহিদ ফরাজী: ভোলা জেলার মনপুরা উপজেলায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় দলীয় কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে উক্ত অনুষ্ঠানটি পালন করা হয়।
গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ১৯৯৪ সালের ২৭শে জুলাই প্রতিষ্ঠালাভ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠন আজ ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। তৎকালীন রাজপথ কাপানো সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের কে দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল সেচ্ছাসেবক লীগ সংগঠনটি। ১৯৯৪ সালে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়,, বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষ সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ আ ফ ম বাহারউদ্দিন নাছিম কে। তার হাতে গড়া সংগঠনটি আজ ২৭ বছর অতিক্রম করে ২৮ বছরে পদায়ন করছে। দেশের করোনা ভাইরাস সংক্রমণের কারনে ক্ষুদ্র পরিসরে কেক কাটার মাধ্যমে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিসেস শেলিনা আক্তার চৌধুরী,, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনপুরা উপজেলা শাখা। জনাব একেএম শাহজাহান মিয়া, সহ-সভাপতি, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। জনাব আলহাজ্ব জাকির হোসেন মিয়া,সাধারণ সম্পাদক , বাংলাদেশ আওয়ামী লীগ মনপুরা উপজেলা শাখা। জনাব বাইজিত কামাল, সাংগঠনিক সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। জনাব মোঃ নিজাম উদ্দিন মিঞা, সভাপতি, মনপুরা উপজেলা সেচ্ছাসেবক লীগ। জনাব মোঃ গিয়াস উদ্দিন আজম, সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ। আব্দুর রহমান রাশেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক, মনপুরা উপজেলা সেচ্ছাসেবক লীগ। উপজেলা ছাত্রলীগের,সভাপতি / সম্পাদক। ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি / সম্পাদক ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী। এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।