শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
মোঃ শহিদ ফরাজী মনপুরা প্রতিনিধি : ভোলা জেলা প্রশাসকের অনুমতি ক্রমে মনপুরা উপজেলায় ৪ টি ইউনিয়নে বসছে এক এক দিন এক এক বাজারে পশুর হাট বাজার। আজ মনপুরা সদরে হাজীরহাট ইউনিয়নে বড় বাজারে চলছে পবিত্র কোরবানীর গরু,মহিষ,ছাগলও ভেড়ার জমজমাট পশুর হাট। গত বছরের চেয়ে এবার পশুর সংখ্যা অনেকটাই কম।
দেশের করোনা ভাইরাস থাকায় সকল মানুষ স্বাস্থ্য বিধি মেলে পশুর হাটে আসেন ক্রেতা বিক্রেতারা। এবারের পশুর হাট বসে হাজীরহাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। লকডাউন চলার কারনে হাটে শতভাগ স্বাস্থ্য বিধি না মানলেও ৯০ ভাগ মানুষ মাক্স পরে তারা তাদের পছন্দের পশু ক্রয় করেন। মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো পবিত্র ঈদুল আজহা। কোরবানি দেওয়ার জন্যে পশু ক্রয় করতে আসা ২/৩ জনের সাথে কথা বললে তারা জানান,, দেশের করোনা ভাইরাস থাকায় লকডাউনে পশুর হাট বসবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল এবং কিভাবে কোরবানির পশু ক্রয় করবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। তবে হাট বসার অনুমতি দেওয়ায় তাহারা খুশি।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ১টি মেডিকেল টিম হাটে উপস্থিত ছিলেন। হাট-বাজার ইজারাদার জানান,,দেশেকরোনা ভাইরাসের কারনে এবার লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে। পশু বেপারীরা বলেন,, দেশে লকডাউন থাকার কারনে গরু ছাগল অন্য উপজেলায় নিতে না পারায় লোকসান গুনতে হতে পারে।তবে এলাকার বাজারে অল্প লাভেই বিক্রি করতে হচ্ছে। নিজ পশু পালনকারী বা খামারীরা বলেন,, তাহারা ক্রেতাদের পছন্দ মতো গরু ছাগল হাটে আনতে পেরে মোটামুটি লাভে বিক্রি করতে পাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন,, পশুর হাটে যে মানুষ আসে সকলকে স্বাস্থ্য বিধি মেনে দুরত্ব বজায় রেখে আসার অনুরোধ করেন, বিশেষ করে মাক্স বাধ্যতামূলক পরতেই হবে।