শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রাঙ্গাবালীতে মাটি কাটা কে কেন্দ্র করে মা ও দুই ছেলেকে মারধর কলাপাড়ায় সক্রিয়  জাল  টাকা সরবরাহ চক্রের সদস্যরা কলাপাড়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল পটুয়াখালীতে গরুর মাংস ৬৫০টাকায় এবং ডিমের হালি ৩৬ টাকা,দুধের লিঃ৬৫ টাকায় মিলছে জনগণের হাতে ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার ছিল : নুর ইফতার মাহফিলের বরিশালে সড়কের মধ্যে নির্মিত গেট উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে বৃদ্ধ প্রেমিককে হত্যা, প্রেমিকা ও তার স্বামী আটক মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ, জনমনে স্বস্তি গলাচিপা শিক্ষা কল্যাণ ট্রাস্টের অধীনে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান কলাপাড়ায় মুক্তিযোদ্ধা সহ চার সংখ্যালঘু পরিবারের জমি দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কলাপাড়ায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কৃষক মাঠ দিবস বরিশালে ঝোপের মধ্যে কাঁদছিলো নবজাতক, উদ্ধার করে হাসপাতালে ভর্তি বরিশালে আন্দোলন-সংগ্রামে কারাবরনকারী নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের উপহার ইফতার সামগ্রী বিতরন গলাচিপা নাগরিক কমিটি সভাপতি সোহরাব, সম্পাদক শংকর
ভোলা জেলা প্রশাসকের অনুমতি ক্রমেই মনপুরা উপজেলায় পশুর হাট বসছে।

ভোলা জেলা প্রশাসকের অনুমতি ক্রমেই মনপুরা উপজেলায় পশুর হাট বসছে।

Sharing is caring!

মোঃ শহিদ ফরাজী মনপুরা প্রতিনিধি : ভোলা জেলা প্রশাসকের অনুমতি ক্রমে মনপুরা উপজেলায় ৪ টি ইউনিয়নে বসছে এক এক দিন এক এক বাজারে পশুর হাট বাজার। আজ মনপুরা সদরে হাজীরহাট ইউনিয়নে বড় বাজারে চলছে পবিত্র কোরবানীর গরু,মহিষ,ছাগলও ভেড়ার জমজমাট পশুর হাট। গত বছরের চেয়ে এবার পশুর সংখ্যা অনেকটাই কম।

দেশের করোনা ভাইরাস থাকায় সকল মানুষ স্বাস্থ্য বিধি মেলে পশুর হাটে আসেন ক্রেতা বিক্রেতারা। এবারের পশুর হাট বসে হাজীরহাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। লকডাউন চলার কারনে হাটে শতভাগ স্বাস্থ্য বিধি না মানলেও ৯০ ভাগ মানুষ মাক্স পরে তারা তাদের পছন্দের পশু ক্রয় করেন। মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো পবিত্র ঈদুল আজহা। কোরবানি দেওয়ার জন্যে পশু ক্রয় করতে আসা ২/৩ জনের সাথে কথা বললে তারা জানান,, দেশের করোনা ভাইরাস থাকায় লকডাউনে পশুর হাট বসবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল এবং কিভাবে কোরবানির পশু ক্রয় করবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। তবে হাট বসার অনুমতি দেওয়ায় তাহারা খুশি।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ১টি মেডিকেল টিম হাটে উপস্থিত ছিলেন। হাট-বাজার ইজারাদার জানান,,দেশেকরোনা ভাইরাসের কারনে এবার লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে। পশু বেপারীরা বলেন,, দেশে লকডাউন থাকার কারনে গরু ছাগল অন্য উপজেলায় নিতে না পারায় লোকসান গুনতে হতে পারে।তবে এলাকার বাজারে অল্প লাভেই বিক্রি করতে হচ্ছে। নিজ পশু পালনকারী বা খামারীরা বলেন,, তাহারা ক্রেতাদের পছন্দ মতো গরু ছাগল হাটে আনতে পেরে মোটামুটি লাভে বিক্রি করতে পাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন,, পশুর হাটে যে মানুষ আসে সকলকে স্বাস্থ্য বিধি মেনে দুরত্ব বজায় রেখে আসার অনুরোধ করেন, বিশেষ করে মাক্স বাধ্যতামূলক পরতেই হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2017
Design By MrHostBD