শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত মিছিল করেছে বিএনপি।
আজ শুক্রবার বেলা ১১টায় মিছিলটি শুরু হয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুলের দিকে এগিয়ে যায় মিছিলটি।
মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে খালেদার নিঃশর্ত মুক্তি এবং গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিলের দাবি করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।