শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং বর্তমান রানার্সআপ ঢাকা ডায়নামাইটস। টসে জিতে সাকিব আল হাসানের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে ফিল্ডিং করার সুযোগ পাওয়ায় যেমন খুশি মাশরাফি, তেমনই সাকিব খুশি ব্যাট করতে পেরে।
গত দুই ম্যাচে ঢাকা ডায়নামাইটস রানপাহাড় গড়েছিল। দুটিতেই জিতে শতভাগ সাফল্য তাদের। অন্যদিকে প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হারের পর সর্বশেষ দুই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী।
৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। তাই আজকের ম্যাচের বিজয়ী দল এককভাবে দখলে নেবে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।