শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সাবেক শ্রমিকদল নেতার কবর জিয়ারত আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা, সাগরে যেতে প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা নানা আয়োজনে কলাপাড়ায় শ্যামাপূজা উদযাপিত টাকা পরিশোধ না করেই কলাপাড়ায় ৪ শতাধিক কৃষকের জমি ও বাড়ি বালু ভরাটসহ বাউন্ডারি দেয়াল উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপালী’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ বরিশালে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ন্যায্যমূল্যের দোকান প্র‍য়াত স্বজনদের স্বরনে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত কলাপাড়ায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেকে মারধর পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন অনিয়মই যেন নিয়ম চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ গলাচিপায় গনআধিকার পরিষদের সমাবেশে হাজারো মানুষের ঢল কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান
খুলনার হ্যাটট্রিক পরাজয়

খুলনার হ্যাটট্রিক পরাজয়

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নামে টাইটানস হলে কী হবে, মাঠে কোনোভাবেই টাইটানস হয়ে উঠতে পারছে না খুলনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন ম্যাচে হার দেখল মাহমুদউল্লাহ রিয়াদের দল। সর্বশেষ রাজশাহী কিংসের কাছে। বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১১৭ রান তুলতে সক্ষম হয় টাইটানস। সহজ লক্ষ্য ১৮.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় রাজশাহী। অনবদ্য হাফসেঞ্চুরিতে কিংসকে বিপিএলে প্রথম জয় এনে দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দারুন বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লঙ্কান পেসার ইসুরু উদানা। 

শুরুটা কিন্তু মন্দ ছিল না খুলনা টাইটানসের। জুনায়েদ সিদ্দিকী আর পল স্টারলিংয়ের ওপেনিং জুটিতে আসে ৪০ রান। এরপরই ধস নামে। চার রানে ব্যবধানে টাইটানস হারায় তিন উইকেট। স্টারলিংকে দিয়ে শুরু। ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে মুমিনুল হকের হাতে ধরা পড়েন তিনি। ১৪ বলে ১৬ রান করেন আইরিশ ওপেনার। ঠিক পরের ওভারে ইসুরু উদানা তুলে নেন সিদ্দিকীকে। চার বাউন্ডারিতে ১৮ বলে তিনি করেছিলেন ২৩ রান। ৪৪ রানের মাথায় আউট হয়ে খুলনাকে আরও বিপদে ঠেলে দেন জহুরুল ইসলাম (১)।

অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে ভালো কিছু প্রত্যাশা করছিল খুলনা। কিন্তু এবারও ব্যর্থ তিনি। ১৮ বলে ১১ রান করে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন রিয়াদ। ১০.৩ ওভারে খুলনার রান তখন ৬৪। এরপর আরিফুল হকের সঙ্গে কিছুক্ষণ লড়েছেন ডেভিড মালান। এই জুটি দাঁড়িয়ে গেলে হয়ত লড়াইয়ের জন্য একটা ভালো পুঁজি পেত টাইটানস। সেটা আর হলো কই? ৯২ রানে ফিরলেন আরিফুল (১২)। নয় রান বাদে আউট মালান (২২)। স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় লেজের ব্যাটসম্যানদের আর কিইবা করার ছিল? তবুও ডেভিড ওয়েসের কল্যাণে পুরো ২০ ওভার খেলে ১১৭ পর্যন্ত যেতে পেরেছে খুলনা।

খুলনাকে অল্প রানে বেঁধে ফেলতে মূল ভূমিকা পালন করেছেন উদানা। ৪ ওভারে এক মেডেনসহ ১৫ রানে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। মোস্তাফিজও কম যাননি। ১৮ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ২টি উইকেট। এছাড়া সৌম্য সরকার, আরাফাত সানী আর কায়েস আহমদ নিয়েছেন একটি করে উইকেট। 

১১৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানে মোহাম্মদ হাফিজকে (৬) হারায় রাজশাহী। এরপর মুমিনুল হককে নিয়ে জুটি গড়েন অধিনায়ক মিরাজ। মুমিনুল খেলছিলেন ঠান্ডা মাথায়। তুলনামূলক আগ্রাসী মেজাজে ছিলেন মিরাজ। দ্বিতীয় উইকেট জুটিতে স্কোরবোর্ডে ৮৯ রান জমা করে রাজশাহীর জয়ের পথ সুগম করে দেন তারা। দলীয়  ১০০ রানে ভাঙে তাদের জুটি। পল স্টারলিংকে মারতে গিয়ে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন মুমিনুল। ৪৩ বলে চার বাউন্ডারিতে ৪৪ রান করেন তিনি।

রাজশাহীর জয় তখন সময়ের ব্যাপার মাত্র। ৩৪ বলে প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। এসময় তাদের চেপে ধরেন খুলনার বোলাররা। মিরাজকে বোল্ড করেন আফগান চায়নাম্যান জহির খান। ৪৫ বলে ছয় বাউন্ডারি আর এক ছক্কায় ৫১ রান করেন কিংস দলপতি। টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। ততক্ষণে অবশ্য ম্যাচটা কিংসের হাতের নাগালে চলে আসে। এরপর ১৯তম ওভারের পঞ্চম বলে ওয়েসিকে চার মেরে জয় নিশ্চিত করেন সৌম্য সরকার। 

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটানস: ২০ ওভারে ১১৭/৯ (জুনায়েদ সিদ্দিকী ২৩, ডেভিড মালান ২২, পল স্টারলিং ১৬; ইসুরু উদানা ৩/১৫, মোস্তাফিজ ২/১৮)
রাজশাহী কিংস: ১৮.৫ ওভারে ১১৮/৩ (মেহেদি মিরাজ ৫১, মুমিনুল ৪৪, সৌম্য ১১*; তাইজুল ১/২২)
ফল: কিংস ৭ উইকেট জয়ী। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD