শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন
এম এইচ ফাহাদ,বিশেষ প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ০৫/০৬/২০২১ইং শনিবার সকাল ০৮.০০ ঘটিকার সময় ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পন্ডিতের হাট সংলগ্ন তজু বেপারির বাড়িস্থ আব্দুল মালেক(৪৫), পিতা-মৃত তজু ব্যাপারীর নির্মাণাধীন নতুন সেইফটি টাংকির সেন্টারিং কাঠ ও বাঁশ খোলার সময় সেফটি ট্যাংকির দুইজন নিহত ও কয়েকজন আহত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায় সেফিটি ট্যাংকির ভিতরে ১) আব্দুল মালেক(৪৫), পিতা-মৃত তজু বেপারী, ২) জসিম উদ্দিন(৩৫), পিতা-কালু মাঝি, ৩) শাহাবুদ্দিন(২৫), পিতা-আব্দুল খালেক, ৪) মোঃ কবির (৩০), পিতা-আব্দুল কাদের বেপারী, সর্ব সাং-পন্ডিতের হাট, থানা ও জেলা-ভোলাগণ প্রবেশ করিয়া সেইফটি টাংকির ভিতর পরিস্কার করা অবস্থায় বিষাক্ত গ্যাস কারনে দুইজন মৃত্যুবরন করেন।
এসময় উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে দ্রুত ঘটনাস্থলে ইলিশা পুলিশ ফাড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স এবং স্থানীয় লোকজনের সহায়তায় সেফটি ট্যাংকির ভিতর হইতে উক্ত ৪ জন লোককে উদ্ধার পূর্বক ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বাড়ির মালিক আব্দুল মালেক ও জসিম উদ্দিন মৃত্যুবরণ করেন বলে জানা যায়। বাকি শাহাবুদ্দিন ও কবির ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।