রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
ঘূর্নিঝড় ইয়াসার কবলে পরে বঙ্গবসাগরে নিয়ন্ত্রণ হারানো ১২ নাবিককে জীবিত উদ্ধার করলো নৌ ও বিমান বাহিনীর দুইটি উদ্ধারকারী হেলিকাপ্টার। এর পূর্বে সময় টিভির বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন আসে যে গভীর বঙ্গবসাগরে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নদী বন্দর ছেড়ে এসে গভীর রাতে একটি পাথর বোঝাই লাইটার জাহাজ ঝড়ের কবলে পরে ডুবে যায়। এর মধ্যে ১২জন নাবিক ছিলো।
তাদের মধ্যে কেউ একজন বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন দেয় এবং তারা বাঁচার আকুতি জানায়। সাংবাদিক ফেরদাউস সোহাগ তাৎক্ষনিক নৌ বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি অবহিত করেন। নৌ-বাহিনী আবার বিমান বাহিনীর সহযোগীতা নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় দুই ঘন্টা খোজা-খুজির পরে লাইটার জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয় এবং জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করে চট্টগ্রাম জহিরুল হক ঘাটিতে নিয়ে আসেন।
বিমান বাহীনির পক্ষ থেকে সেখানে তাদের সব ধরণের সেবা প্রদান করা হয়। উদ্ধার অভিযানে থাকা পাইলট ও নাবিকদের পরিবারের সবাই সাংবাদিক ফেরদাউস সোহাগের এই মহতি উদ্দোগ্যকে সাধুবাদ জানায়। তারা জানান, ফেরদাউস সোহাগের একটি ফোনের জন্যই ১২জন নাবিককে আজ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।