শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে ট্রলার থেকে রিয়াজ গাজী (৩২) নামে এক জেলে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে সে মাছ ধরারত অবস্থায় ট্রলার থেকে নিখোঁজ হয়। নিখোজ রিয়াজ উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার ট্রলারটি তীরে ফিরে আসলে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা। এসময় ক্ষুদ্ধ স্থানীয়রাও ট্রলারে অপর চার জেলে কাওসার, মুসা, সাইদুল ও জামালকে আটক করে রাখে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আটককৃত জেলেদের জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে।
ট্রলারের মলিক কাওসার বলেন, দুই দিন সাগরে অবস্থান করে মাছ শিকার করে ফিরে আসার পথে কুয়াশায় ডুবোচরে ট্রলার নিয়ে আটকা পরি। রাতে ট্রলার নোঙ্গর করে সবাই ঘুমাচ্ছিলাম। সকালে উঠে রিয়াজকে ট্রলারে পাওয়া যায়নি। অনেক খোজাঁখুজি করে না পেয়ে তীরে ফিরে আসি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, জেলেদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।