মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স।
ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে আগে ব্যাট করছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।
খেলার শুরুতেই এক উইকেট হারিয়েছে সিলেট।
এবার কুমিল্লার হয়ে অধিনায়কত্ব করার কথা ছিল তামিম ইকবালের। তবে হঠাৎ করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তন। ভিক্টোরিয়ানসদের নেতৃত্ব দেবেন স্মিথ। ফলে স্বদেশী ডেভিড ওয়ার্নারের সঙ্গে টস করতে দেখা যায় তাকে।
স্মিথ ছাড়া কুমিল্লার হয়ে খেলছেন তিন বিদেশি খেলোয়াড়-শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও এভিন লুইস।