বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি নগরকান্দা : লকডাউন না মানার কারনে সালথা উপজেলার ফুকরা বাজারে এক ছেলেকে মারধর করে সালথা থানার এক পুলিশ। তারপর এলাকার মানুষ ক্ষেপে যায় পুলিশের উপর। বিক্ষুব্ধ কিছু লোক এসিল্যান্ড অফিসে ইটপাটকেল মারে। পুলিশ এ্যাকশনে গেলে “ফরিদপুরের সর্বজন গ্রহণযোগ্য আলেম জহিরুল হক সাহেব ও বাহিরদিয়া মাদ্রাসার আকরাম সাহেবকে পুলিশ গ্রেফতার করেছে” বলে কে বা কাহারা গুজব ছড়ায়। এরফলে হাজার হাজার জনতা বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে আগুন জ্বালিয়ে দেয়।সংঘষ’ রাত ১১ টা পয’ন্ত চলমান আছে।