বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংস। প্রতিদিন দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে। শুধু শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।