বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিসিক মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে। মালিক সমিতির সদস্য সোহেল জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান পালনের জন্য বিসিক মালিক সমিতির পক্ষ থেকে দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০ টায় বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ের উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এ সময়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে কবিতা আবৃত্তি এবং সর্বশেষ গতকাল দুপুর ২ টায় কেক কাটা এবং আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয় অনুষ্ঠান কর্মসূচীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিসিক মালিক সমিতির নতুন আহবায়ক কমিটির সভাপতি ওয়ালী মোহাম্মদ খান শাওন, জনাব আলমগীর হোসেন আলম, ওয়ালিউল ইসলাম শেরওয়ানি (বাবুল), মোস্তাফিজুর রহমান পিন্টু, মীর হাবিবুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন বাবুল, আফজাল শরীফ, আব্দুর রহমান, সেন্টু হাওলাদার, আনিসুর রহমান, সঞ্জয় ঘোষ, হিমাদ্রি শেখর সাহা মিথুন, তাজুল ইসলাম, সোহেল আলম, আহসানুল কবির সোহেল, এস এম জাহিদ হাসান, মোঃনেয়ামত হোসেন, এবি এম কামরুল হাসান, সেলিম হোসেন, মোঃ রফিকুল ইসলাম, রওশন আরা বেগম, রোকসানা বেগম, আসিফ ইকবাল, শাহাদাত হোসেন, আব্দুস সালাম, সাহেব আলী, আলম মৃধা, মোঃ খোকন হাওলাদার, আরিফুর রহমান, বাচ্চু হাওলাদার, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, রাইসুল হায়দার টিপু, মীর আনসার আলী, সোহাগ মিয়া, হাসিনা বেগম, গোলাম সরওয়ার সহ অর্ধশতাধিক শিল্প প্রতিষ্ঠানের মালিকবৃন্দ।