শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিন উপজেলায় স্কুল ভবনের সেপটি ট্যাংকির সেন্টারিং বাঁশ খুলতে নেমে বিষাক্ত গ্যাসে ১ম ১জন নেমে পরে তার না উঠা দেখে পরবর্তীতে ৩ জন নেমে পরে ঘটনাস্থলে ৩জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আলাউদ্দিন (৪৮), শামীম (২৮), রাকিব (২৬)। নিহতদের গ্রামের বাড়ি একই উপজেলার সোনাপুর ইউনিয়নে।
রোববার (১৪ মার্চ) বেলা সাড়ে এগারোটায় উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সাইক্লোন সেল্টার কাম স্কুল ভবনের সেপটিক ট্যাংকির সেন্টারিং বাঁশ খুলতে নেমে বিষাক্ত গ্যাসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তজুমদ্দিন থানা ইনচার্জ মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়টির সেপটি ট্যাংকটির সেন্টারিং বাঁশ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এদিকে উক্ত ঘটনার পর কাজের দায়িত্বে থাকা থানা ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ার যারা দায়িত্বে থাকার কথা তারা কেহই এবিষয়ে অবগত নয় বলে জানা যায়। যখন নিহত শ্রমিকরা সেপটি টাংকির সেন্টারিং খুলবেন নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতি থাকার কথা।তাই অনেকেই মনেকরছেন অবশ্যই উক্ত কাজের সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগনের তদারকি বা উপস্থিতি থাকলে হয়তোবা আজ নিহত শ্রমিকদের এমন দূর্ঘটনার এরানো যেত বলে সাধারণ সাধারণ ঠিকাদার সহ স্থানীয়দের ধারনা। এবিষয়ে উক্ত কাজের সাইডে সার্ভেয়ার মো. ছলেমান বলেন, এবিষয়ে তিনি অবগত নন।কারন ঠিকাদার তাকে না জানিয়ে সেন্টারিং কাজে শ্রমিকদের দিয়েই সেন্টারিং কাজে নিয়োজিত রাখেন বলে জানান তিনি।