বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি ::ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে মুন্ডপাশার মহাসড়কে সোমবার সন্ধ্যায় স্কুল শিক্ষকের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রাজ্জাক মোল্লা( ৭০ )গুরুতর আহত হন,স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন,চিকিৎসাধীন অবস্থায় আহত রাজ্জাক মোল্লা মৃত্যুবরণ করেন,প্রত্যক্ষদর্শীরা জানান,গৌরনদী উপজেলা শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক,হাপানিয়া গ্রামের,দাদন আলী মাস্টারের ছেলে মো :দিদারুল ইসলাম শোহেল নিহতকে মোটরসাইকেলে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন,নিহত মো রাজ্জাক মোল্লা উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ইউনুস হাওলাদারের বাড়িতে বেড়াতে আসছিলেন,তিনি নাজিরপুর উপজেলার মালিকাঠী ইউনিয়নের মৃত্যু আব্দুল মালেক মোল্লার ছেলে,এই রিপোর্ট লেখা প্রর্যন্ত নিহতের মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে।