শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: লক্ষ্মীপুরে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক মোহাম্মদ আলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার আটিয়াতলী গ্রামের তোফায়েল আহমদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মজুচৌধুরীরহাট এলাকা থেকে পিকআপটি বালুভর্তি করে লক্ষ্মীপুর যাচ্ছিল। আম্বার ফিসারিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক মোহাম্মদ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।’