শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
মাসুদ রানা ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলার শেম্ভুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ীর ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী ফরহাদ সহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি শাহানারা, তার পরিবারের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন, নিহত আকলিমা বেগমের পরিবার।
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের নিহত আকলিমার বাবা মোঃ আজিজল অভিযোগ করে বলেন, আমার মেয়ে আকলিমা বেগমের ৯ বছর আগে বিবাহ হয়। এবং তার দুটি সন্তান রয়েছে। আমার মেয়ের বিবাহের পর থেকে যৌতুকের জন্য একাধিকবার নির্যাতন চালান, ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার শালিশ মিমাংসা হয়।
গতকাল বুধবার রাতে, আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে বললে তারা আমার মেয়েকে দেয়নি, সকালে ভোর পাঁচটার দিকে শুনি, আমার মেয়ের মৃত্যুর কথা, প্রশাসনের কাছে আমার মেয়ের হত্যার বিচার চাই, আমার মেয়ের দুটি সন্তানের মুখের দিকে চেয়ে হলেও প্রশাসনের কাছে আমার একটাই দাবি, হত্যার বিচার চাই। আমার মেয়েকে খুনি ফরহাদ ও তার পরিবার একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করেছে পূর্বে, আমি এর বিচার চাই। আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় ফরহাদ ও তার পরিবার পলাতক রয়েছে। তজুমদ্দিন থানার ইনচার্জ মোঃ জিয়া উদ্দিন বলেন,আমরা ৯৯৯ কল পেয়ে এই ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং লাশ ময়না তদন্ত করার পরে বুঝা যাবে এটা কি হত্যা নাকি আত্মহত্যা।