বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
আজ ০৯ ফেব্রুয়ারি সকাল ১১:৩০ টায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় বরিশালে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। এ সময় নগরীর বটতলা এলাকার মেসার্স কুষ্টিয়া রাইস এবং নতুন বাজার এলাকা মেসার্স রতন স্টোরে বিক্রির উদ্দ্যেশে রাখা চালপণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক পাওয়া যায়। এ কারণে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী মেসার্স কুষ্টিয়া রাইস কে ১০০০ টাকা এবং মেসার্স রতন স্টোরকে ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন অনুযায়ী চাল, ডাল, আটা, ময়দা, ভূট্টা প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে পাটজাত মোড়কের ব্যবহারের বাধ্যবধকতা রয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী এ নিয়ম না মেনে প্লাস্টিকের মোড়কে ব্যবহার করছেন, তাই জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।