শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালী প্রেসক্লাব কার্যকরী পরিষদ-২০২১ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুয়াকাটা খান প্যালেস মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মােঃ খলিলুর রহমান মােহন, চেয়ারম্যান, জেলা পরিষদ, পটুয়াখালী; মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর; আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া; স্বপন ব্যানার্জী, সভাপতি, পটুয়াখালী প্রেস ক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, পটুয়াখালী প্রেসক্লাব কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অভিষেক অনুষ্ঠানে বক্তাগণ নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানান এবং যেকোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।