শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর মহিপুরে শামীম হাওলাদার (৩০) নামের এক যুবকের টানা ধর্ষনে এক কিশোরী ৭ মাসের অন্তসত্তা হয়ে পড়েছে। এঘটনায় গতকাল রাতে ওই কিশোরীর পিতা বাদী হয়ে শামীমকে আসামী করে মহিপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করছেন। শামীম মহিপুর সদর থানার মহিপুর গ্রামের উমর আলী হাওলাদারের ছেলে।
কিশোরীর পরিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর পিতার সাথে এক সন্তানের জনক শামীম বেশ কয়েক বছর ধরে মাছের গদিতে কাজ করতো। সে সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে শামীম প্রায় দুই বছর আগে ঘর ফাকা পেয়ে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষনে ওই কিশোরী ৭ মাসের অন্তসত্তা হয়ে পরে। বিষয়টি জেনে গতকাল রাতে তার পিতা মহিপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গতকাল রাতে ওই কিশোর পিতা একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। শামিমকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।