বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল
প্রধানমন্ত্রীর উপহার ঘরের দলিল হাতে পেয়ে স্বস্তিতে গৃহহীন, দুঃস্থ, অসহায় ৪৫০ পরিবার

প্রধানমন্ত্রীর উপহার ঘরের দলিল হাতে পেয়ে স্বস্তিতে গৃহহীন, দুঃস্থ, অসহায় ৪৫০ পরিবার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, দুঃস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের লাল টিনের ঘর। বিনামমূল্যে প্রদানকৃত দুই শতক জমির উপর নির্মিত ঘরটি আধুনিক ডিজাইন সম্পন্ন সেমিপাকা। প্রতিটি ঘরে রয়েছে দুটো বেডরুম, একটি রান্না ঘর, একটি বাথরুম এবং প্রশস্ত বারান্দা। ঘরের উপর লাগানো হয়েছে উন্নতমানের রঙ্গীন টিন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ভোধনী দিনে ২৩৫ পরিবারকে দলিল হস্তান্তর করা হয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার অসহায় এ পরিবারগুলো ঘরের দলিল হাতে পেয়ে খুশি ও আনন্দিত। তারা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
এছাড়া অন্যানদের মধ্যে বক্তব্য রাখে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম, উপকারভোগী খুশি আক্তার লায়লা ও রুবিনা।

এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গনমাধ্যমকর্মী ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।  এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স’র মাধ্যে সারা দেশে ঘরের বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন।

ঘরের দলিল হাতে পেয়ে খুশি আক্তার লায়লা আবেগ আপ্লুত হয়ে বলেন, এক সময় অসহায় ছিলামনা। ভাগ্যক্রমে অসহায় হয়ে পরেছি। স্বামীর বাড়িতে স্থান না হওয়ায় ২০০৭ সালে বাবার বাড়িতে এসে আশ্রয় নেই। সেখানেই বসবাস শুরু করি। আয়ের জন্য বেঁছে নেই হাঁস পালন। মেয়ে আদুরীকে নিয়ে খুব স্বাচ্ছন্দে চলছিল ছোট্ট একটি সংসার। হঠাৎ করে গত ঈদের আগের রাতে আমার বসত ঘরটি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। ঘরটি আগুনে পুড়ে যাওয়ার পর মনে হয়েছিল পৃথিবীতে আমার চেয়ে অসহায় আর কেউ ছিলনা। কোনোদিন কল্পনা করতে পারিনি আমি পাকা ঘর পাবো। এখন প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর পেয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে। দোয়া করি আল্লাহতায়লা যেন প্রধান মন্ত্রীকে সুস্থ রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এ উপজেলার গৃহহীন, দুঃস্থ্য, অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪৫০ টি সেমি পাকা ঘর পাবে। উদ্ভোধনী দিনে ২৩৫ পরিবারকে দলিল হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD