শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ।। কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামের এক পর্যটকের মত্যু হয়েছে। বুধবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মৃত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পর্যটক বাবুল ও তার ছেলে মাহিম সহ প্রায় ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় ভ্রমনে আসেন। দুপুরের দিকে তারা ৪/৫জন মিলে সৈকতে গোসল করেতে নামে। এসময় বাবুল অতি আনন্দে উচ্ছাসিত হয়ে লাফ দিয়ে মাটিতে পরে গিয়ে ঘারে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা সাথে সাথে পর্যটক বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা আইনঅনুযায়ী গ্রহন করা হচ্ছে।