মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শহিদ ফরাজী,প্রতিনিধি মনপুরা উপজেলা। ভোলা ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি সাহেব আজ ৬/১/২০২১ইং তারিখ রোজ বুধবার সকাল ৭.৩০ মিনিটে মনপুরা এসে উপস্থিত হয়।
ভোর ৬ ঘটিকায় সময় হাজার হাজার নেতা কর্মীরা মনপুরা রামনেওয়াজ লঞ্চঘাটে উপস্থিত হয়। জ্যাকব মানেই উন্নয়ন, আবারও দেখিয়ে গেলেন মনপুরায়। সৌন্দর্যের দ্বীপ মনপুরাতে প্রতি শীতে হাজারো হাজারো পর্যটক গুড়তে আসে। তাই পর্যটকদের থাকার পযাপ্ত রেষ্ট হাউজ না থাকায় এমপি জ্যাকব সাহেব ২ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ডাক বাংলো ভবন সমাপ্তির পরে শুভ উদ্ভোদন করেন।
সাম্প্রতিক মনপুরা দক্ষিণা হাওয়া সী বীচের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার মানুষ গুড়তে আসেন। তাই, এমপি জ্যাকব সাহেব গুড়তে যান দক্ষিণা হাওয়া সী বীচে। নানা রকমের ফুল দিয়ে এমপি সাহেব কে বরন করেন তরুণ তরুণীরা এরপর, তিনি আকাশে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোদন ঘোষণা করেন এবং সী বীচের সৌন্দর্য বৃদ্ধির জন্যে ২০ লক্ষ টাকা বরাদ্দ করেন।
মনপুরা উপজেলায় ৪টি ইউনিয়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ১হাজার ৮০০ শত পিজ শীতবস্ত্র বিতরণে করেন। এমপি সাহেবের সাথে মনপুরায় উপস্থিত ছিলেন,, মিসেস শেলিনা আক্তার চৌধুরী, সভাপতি, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। আলহাজ্ব জাকির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। এ কে এম শাহজাহান, শাহরিয়ার চৌধুরী দ্বিপক, আবদুল লতিফ ভূইয়া, তৈবুর রহমান ফারুক সিনিয়র সহ-সভাপতি, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। মোশাররফ হোসেন মজনু ফরাজী, সাবেক সভাপতি মনপুরা উপজেলা আওয়ামী যুবলীগ ও যুগ্ম সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা, মোঃ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক,যুবলীগ। ছাত্রলীগের,সভাপতি/সম্পাদক। মৎস্যলীগের, সভাপতি/ সম্পাদক। শ্রমিকলীগের, সভাপতি/ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর বিকাল ৪ঘটিকার সময় মনপুরা দক্ষিণা হাওয়া সী বীচ থেকে স্পীড বোড যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা করেন।